জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা | জুম্মা মোবারক ক্যাপশন 2025
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আসা করি ভালো আছেন। জুম্মার দিন সকল মুসলমান ভাই বোনদের জন্য এক আনন্দের দিন। সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মা মোবারক। এই বরকতময় শুক্রবারের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পবিত্র জুম্মা মোবারক এর শুভেচ্ছা।
এই পবিত্র দিনটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা প্রিয় মানুষটিকে ম্যাসেজমুসলিম আমার নাম, কুরআন আমার জান। পাঠাতে চাই অনেকেই। তাই এখানে আপনাদের জন্য বাছাই করা ৫০ টি জুম্মা মোবারক স্ট্যাটাস বা ক্যাপশন নিয়ে এসেছি, আসা করি আপনাদের অনেক ভাল লাগবে।
আরও পড়ুনঃ মিরপুর হোপ মার্কেট এ মনের মত কেনাকাটা করুন মাত্র ১০ টাকা থেকে শুরু
জুম্মা মোবারক | Jumma Mubarak 2025
মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যাকে আমরা জুম্মা মোবারক বলে থাকি। হাজারো কর্মব্যস্ততার মাঝে প্রিয় মানুষটিকে জুম্মা মোবারক এর কথা মনে করিয়ে দিতে আমরা পবিত্র শুক্রবার সম্পর্কে মেসেজ এর সন্ধান করে থাকি।
আমরা অনেকেই এই দিনটি উৎযাপনের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশন দিতে চাই। আপনাদের সুবিধার জন্য আজকে আমরা আজকের দিনের সেরা ক্যাপশন এবং বাংলা স্ট্যাটাস নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করেছি আশা করি আপনি উপকৃত হবেন।
জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা ২০২৫ | Jumma Mubarak Status Bangla
মুসলিম আমার নাম, কুরআন আমার জান।
নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ী।
আল্লাহ্ আমার রব, নবী আমার সব।
ইসলাম আমার ধর্ম, এবাদত আমার কর্ম।
নতুন আশা,নতুন দিন,
আজকে হল জুমার দিন
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।
--সকলকে জুম্মার দিনের শুভেচ্ছা
শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো, এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। -- জুম্মা-মোবারক
একজন মুসলিম যখন মসজিদের দিকে যেতে থাকে,তখন তার ঘরে ফিরে আসা অব্দি প্রতি কদমে মহান আল্লাহতালা নেকি দান করে থাকেন এবং এক একটি গুনাহ মোচন করে থাকেন। হযরত মুহাম্মদ (সাঃ) সকলকে জানাই জুম্মার দিনের হ্যাপি জুম্মা ডে
রাসূল(সাঃ)বলেছেন,যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করে,
আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষন করেন।(মুসলিমঃ৪০৮)-হ্যাপি জুম্মা ডে
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই
যাকে তুমি আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর
“হ্যাপি জুম্মা ডে”
শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলা করে মাফ করে দিন সবাইকে জানাই জুমার দিনের শুভেচ্ছা
ভাইরাস কে নয় এই ভাইরাসের সৃষ্টিকর্তাকে ভয় করুন ইনাশাআল্লাহ তিনিই রক্ষা করবেন! -- জুম্মা মোবারক
বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
-- জুম্মার দিনের শুভেচ্ছা
যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন। — জুম্মার দিনের শুভেচ্ছা
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই। যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর। — পবিত্র জুমা মোবারক
আজকের এই জুম্মার দিন উপলক্ষে আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন।
হাজারো কর্মব্যস্ততার মাঝে প্রিয় মানুষটিকে পবিত্র শুক্রবার এর কথা মনে করিয়ে দিতে আমরা জুম্মা মোবারক মেসেজ এর সন্ধান করে থাকি। তাই আপনারা এই পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
জুম্মা মোবারক ক্যাপশন ২০২৫
শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
-বেঁচে আছি – আলহামদুলিল্লাহ
তিনটি প্রেমে কোন কষ্ট নাই
আল্লাহর সাথে।
রাসুল (সঃ) এর সাথে।
মা-বাবার সাথে।
আসসালামু আলাইকুম🥰আজ শুক্রবার😘পবিত্র জুম্মারদিন
হে আল্লাহ্,এই জুম্মার উছিলায় সকল মুসলিম উম্মাহ কে মাফ করে দেন। আমিন💗💗💗
I wish প্রতিটা মুসলমান যেনো কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে।😇 Amin🤲 🕋 হ্যাপি জুম্মা ডে
কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে
চোখে ঘুম নেই? উঠে নামাজ পড়ো। মনে শান্তি নেই? উঠে নামাজ পড়ো। একমাত্র নামাজ ই তোমার অন্তরকে প্রশান্তি দিতে পারবে। — জুম্মা মোবারক
নামাজ সব সমস্যার সমাধান। নামাজ সব রোগের প্রধান ওষুধ। নামাজ নিজে পড়ুন।। অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম। নামাজ বেহেস্তের চাবি। — জুম্মা মোবারক
কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করে জেনে নিন।
শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
-- জুম্মার দিনের শুভেচ্ছা
দুনিয়ায় ৪০০০ এর বেশি ভাষা
থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক
সুবাহানাল্লাহ
-জুম্মার দিনের শুভেচ্ছা
সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
যার বেতন হচ্ছে জান্নাত
-- জুম্মা-মোবারক
জুম্মা মোবারক মেসেজ
শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন।
আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলা করে মাফ করে দিন
সবাইকে জানাই জুমার দিনের শুভেচ্ছা
তুমি ফিরে যাও আল্লাহর দিকে।
সৌভাগ্য ফিরবে তোমার দিকে।
-- জুম্মা মোবারক সবাইকে
নতুন আশা,নতুন দিন,
আজকে হল জুমার দিন
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।
--সকলকে জুম্মা মোবারক এর শুভেচ্ছা
জুম্মা মোবারক পিক | jumma mubarak picture
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।
যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
— জুম্মা মোবারক
আজকের এই জুম্মার দিন উপলক্ষে
আল্লাহ তা’লা যেন সবার মনের আশা কবুল করে নেয়। আমিন।
— জুম্মা মোবারক
কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।
– জুম্মা মোবারক
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন। -হযরত মুহাম্মদ (সাঃ) -- জুম্মা মোবারক
প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। হযরত মোহাম্মদ (সাঃ) -- জুম্মা মোবারক
তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ইবনে মাজাহ -- জুম্মা মোবারক
মসজিদে প্রথম কাতারে যদি ফকিরও বসে তাকে উঠানোর ক্ষমতা কোনো রাজার নেই। এটাই ইসলামের সৌন্দর্য। –জুম্মা মোবারক
হে মুমিনগন,জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর,এবং কেনাবেচা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম.যদি তোমরা এটা বুঝ ! — জুম্মা মোবারক
সপ্তাহের সাত দিন এর মধ্যে সবচেয়ে পবিত্র একটি দিন হল শুক্রবার। এদিন আসরের নামাজের পর কিংবা দুই খুৎবার মাঝখানের সকল দোয়া আল্লাহ্ তা আলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ.
হে পাঠক, আমরা চেষ্টা করেছি আপনার জন্য স্ট্যাটাস ক্যাপশন এবং মেসেজ সম্পর্কে কিছুটা ধারনা দেওয়ার।আপনাদের কোন ফিডব্যাক থাকলে কমেন্ট বক্স এ জানাবেন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
প্রশ্নঃ জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা কিভাবে লিখব ?
উত্তরঃ জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা তে কিছুটা এমন হতে পারে। শুক্রবার মানে গুনাহ মাফের আরো একটি দিন। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলা করে মাফ করে দিন। সবাইকে জানাই জুমার দিনের শুভেচ্ছা।
প্রশ্নঃ জুম্মা মোবারক মেসেজ লিখার সহজ উপায় কি ?
উত্তরঃ জুম্মা মোবারক মেসেজঃহে মুমিনগন,জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয়,তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর, এবং কেনাবেচা বন্ধ কর, এটা তোমাদের জন্য উত্তম। যদি তোমরা এটা বুঝ।–জুম্মা মোবারক।