ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে 2024
আমাদের অনেকেই জানি না যে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে। না জানার কারনে অনেকেই এনআইডি কার্ড সংশোধন করতে দ্বিধা বোধ করি। সেই দ্বিধা কে অতিক্রম করে আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।
তার আগে আপনি যদি না জেনে থাকেন কিভাবে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে হয় তবে জেনে নিন। সংশোধন প্রক্রিয়াটি আপনার কাছে সহজ মনে হলে সংশোধন ফি নিয়ে চিন্তার কোন কারণই নেই। মূলত ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই প্রশ্নের জবাবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি। কেননা সঠিক ফি ১১৫ টাকা নাকি ২৩০ টাকা নাকি ৩৪৫ টাকা এই বিষয়ে নানান জটিলতার মধ্যে পরতে হয়।
মূলত ভোটার আইডি কার্ড সংশোধনের মোট তিনটি ধাপ বা প্রক্রিয়া রয়েছে। প্রতিটি ধাপের খরচ আলাদ আলাদা। ধাপ তিনটি (০৩) হচ্ছেঃ
- ব্যক্তিগত তথ্য সংশোধন
- অন্যান্য তথ্য সংশোধন এবং
- ঠিকানা সংশোধন
সংশোধনের ধরন | ফি ( ১৫% ভ্যাট সহ) |
---|---|
ব্যক্তিগত তথ্য সংশোধন (১ম বার) | মাত্র ২৩০ টাকা |
অন্যান্য তথ্য সংশোধন (১ম বার) | মাত্র ১১৫ টাকা |
ঠিকানা সংশোধন (১ম বার) | মাত্র ১১৫ টাকা |
জেনে নিনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড এর নতুন নিয়ম
ব্যক্তিগত তথ্য সংশোধন করতে কত টাকা লাগে
জাতীয় পরিচয় পত্রের ব্যক্তিগত তথ্য সংশোধন এর জন্য প্রথমবার সংশোধনের আবেদন এর জন্য ২৩০ টাকা ( ভ্যাট সহ) লাগে। তবে দ্বিতীয়বার সংশোধনের আবেদন করতে ৩৪৫ টাকা লাগবে। তবে আপনার যদি দুই বার (০২) এর বেশি তথ্য সংশোধনের প্রয়োজন পরে সেখেত্রে প্রতিবার ৫৭৫ টাকা ( ভ্যাট সহ) রি ইস্যু ফি জমা দিয়ে আইডি কার্ড সংশোধন এর আবেদন করতে হবে।
রি ইস্যু আবেদন এর জন্য সর্ব প্রথম services.nidw.gov.bd এই ওয়েবসাইট এ নির্দিষ্ট ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর কয়েক দিন এর মধ্যেই আপনার আবেদন গৃহীত হয়ে যাবে সব ঠিক থাকলে।
ব্যক্তিগত তথ্য সংশোধন এর অধীনে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে যে যে তথ্য গুলো সংশোধন করতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ছবি সংশোধন। এছারাও রয়েছেঃ
- জন্মস্থানের তথ্য সংশোধন
- লিঙ্গ ( নারি/ পুরুষ) তথ্য সংশোধন
- স্বাক্ষর সংশোধন এবং
- জন্ম নিবন্ধন সনদ তথ্য সংশোধন ইত্যাদি
অন্যান্য তথ্য সংশোধনে কত টাকা লাগে
ব্যক্তিগত তথ্য ছাড়াও সব মিলিয়ে প্রায় ১৬ টির ও বেশি তথ্য আপনার আইডি কার্ড এর সিম কার্ড এর মত ছোট্ট চিপসেট এ সংরক্ষিত থাকে। তা হয়ত আপনি খালি চোখে দেখেন না। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় এই তথ্যেরও পরিবরতন ও সংশোধনের প্রয়োজন পরতে পারে।
অন্যান্য তথ্য সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফি অনুসারে ১৫ শতাংশ ভ্যাট সহকারে রি ইস্যু আবেদন করতে হবে। এক্ষেত্রে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করতে ১১৫ টাকা খরচ হবে।
- শিক্ষাগত যোগ্যতার তথ্য সংশোধন
- পেশা
- ড্রাইভিং লাইসেন্স এর তথ্য
- পাসপোর্ট এর তথ্য
- স্বামী/ স্ত্রীর তথ্য
- মোবাইল নম্বর এর তথ্য এবং
- ধর্ম ইত্যাদি।
উভয় তথ্য সংশোধন করতে কত টাকা লাগে
আপনার যদি মৌলিক তথ্য অর্থাৎ ব্যক্তিগত তথ্য সংশোধনের পাশাপাশি অন্যান্য তথ্যও সংশোধনের প্রয়োজন পরে তবে এটিও সম্ভব। এক্ষেত্রে সংশোধন ফি ভিন্ন হবে এটাই স্বাভাবিক। জাতীয় পরিচয় পত্রের উভয় তথ্য সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফি ৩৪৫ টাকা।
তাহলে আসা করি বুঝতে পারছেন ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে এই ব্যাপারে বিস্তারিত ভাবে। আরও সহজ করে বলে গেলে আপনি নির্বাচন কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে সংশোধন ফি গণনা করতে পারেন।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন এর জন্য ১ম বার আবেদনে ২১৫ টাকা, ২য় বার আবেদনে ৩৪৫ টাকা এবং এর পর যতবার আবেদন করবে ৫৭৫ টাকা রি ইস্যু ফি জমা দিয়ে আবেদন করা লাগে। এছাড়া ব্যক্তিগত তথ্য ছাড়া সকল তথ্য সংশোধন করতে ১১৫ টাকা লাগে।
ভোটার আইডি কার্ড সংশোধন ফি বিকাশ, রকেট এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে।
জেনে নিনঃ ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
FAQ’s
ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে কত টাকা লাগে ?
ভোটার আইডি কার্ড বয়স সংশোধন করতে ১ম বার আবেদন এর জন্য ২০০ টাকা ২য় বার আবেদনে ৩০০ টাকা লাগে। এর পর যতবার আবেদন করবে ততবার ৪০০ টাকা করে লাগে রি ইস্যু ফি হিসাবে।
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে কত টাকা লাগে ?
ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে হলে ২৩০ টাকা (১৫ শতাংশ ভ্যাট সহ) ফি জমা বাবদ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে উপজেলা নির্বাচন অফিসে।
ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফি কত ?
অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করতে ১ম বার আবেদনে ২৩০ টাকা ফি জমা দিতে হয়। দ্বিতীয় বার ৩৪৫ টাকা এবং এর পর প্রতিবারে ৫৭৫ টাকা আইডি কার্ড রি ইস্যু ফি হিসেবে পরিশোধ করতে হবে।
নিজ পিতা স্বামী মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?
উত্তরঃ এসএসসি/সমমান পরীক্ষার সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকুরীর প্রমাণপত্র, কাবিন নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ইত্যাদি কাগজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হয়।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন এর জন্য ১ম বার আবেদনে ২১৫ টাকা, ২য় বার আবেদনে ৩৪৫ টাকা এবং এর পর যতবার আবেদন করবে ৫৭৫ টাকা রি ইস্যু ফি জমা দিয়ে আবেদন করা লাগে। এছাড়া ব্যক্তিগত তথ্য ছাড়া সকল তথ্য সংশোধন করতে ১১৫ টাকা লাগে। ভোটার আইডি কার্ড সংশোধন ফি বিকাশ, রকেট এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে।