গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র | কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত 2024

আজকে আমরা জানব কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত এবং গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র নিয়ে বিস্তারিত। আমরা অনেকেই কোম্পানিতে চাকরি করে থাকি। বিভিন্ন কারনে আমাদের কোম্পানির চাকরি থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজন হয়। আর সেটার জন্য অফিসিয়াল দরখাস্তের প্রয়োজন হয়।

তাই আজকে অফিসিয়াল চাকরি ছাড়ার দরখাস্ত নিয়ে বিস্তারিত জানানোর চেস্টা করব। আসা করি আপনাদের উপকারে আসবে। তবে আপনার যদি ভোটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ নিয়ে কোন সমস্যা থাকে তবে সমাধান করুন NIDW BD থেকে।

কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত

চলুন জেনে নিই কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত কিভাবে লিখবেন সেই সম্পর্কে। কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত অন্য সাধারন প্রতিষ্ঠানের মতই। ফরম্যাট ঠিক থাকলে সকল কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত একই। আপনাদের সুবিধার জন্য নিচে একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। সেখানে ক্লিক করে সহজেই আপনারা কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত ডাউনলোড করে নিতে পারবেন।

  • তারিখ, বরাবর এবং কোম্পানির ঠিকানা প্রদান
  • বিষয় এবং জনাব বলে শুরু করা
  • চাকরি ছাড়ার কারন উল্লেখ
  • জয়েনিং ডেট এবং চাকরি ছাড়ার ডেট উল্লেখ
  • আপনার একান্ত বলে নিজের পরিচয় প্রদান ইত্যাদি।
গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র
গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র | কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত 2024

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

নিচে একটি আবেদন পত্রের নমুনা দেখানো হয়েছে এটি দেখে কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে একটি ধারনা পাবেন। তবে আপনাদের সুবিধার জন্য নিচে পিকচার দেওয়া হল, ক্লিক করে দেখতে পারবেন। এছারাও আমি নিচে বাংলা আবং ইংরেজি দুইটার ই লিংক দিয়েছি ডাউনলোড করে দেখতে পারবেন।

আবেদন পত্র নমুনাঃ

তারিখঃ০০/০০/২০২২

বরাবর,

পরিচালক

(কোম্পানির নাম)

(ঠিকানা )

মাধ্যম : কর্তৃপক্ষ।

বিষয় : চাকরী হতে অব্যাহতির জন্য আবেদন ।

জনাব, যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আমি গত ০০/০০/২০২২ খ্রিঃ তারিখে আপনার (কোম্পানির নাম এবং পদ উল্লেখ করতে হবে এখানে) যোগদান করি। বর্তমানে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে(সমস্যার কথা বলে দিলে ভাল) আমি ০০/ ০০/ ২০২২ তারিখে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আমার অবশিষ্ট বকেয়া মজুরীর(যদি থাকে) দাবি রেখে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন অনুগ্রহপূর্বক ০০/ ০০/ ২০২২ খ্রিঃ তারিখ হতে আমায় অব্যাহতি দিয়ে বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়।

নিবেদক,

নামঃ

আইডিঃ

পদবিঃ

মোবাইলঃ

(কোম্পানির নাম)

(ঠিকানা)

সাক্ষর ……………………………………

কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত বাংলা
কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত বাংলা

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র ইংরেজি

উক্ত দরখাস্তটি ইংরেজিতে লিখার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমে Date, To, Address, Subject ইত্যাদি ঠিকমত লিখতে হবে। তারপর Dear Sir লিখে আপনার সমস্যার কথা জানাতে হবে এবং শেষে Yours Ever লিখে নিজের নাম, পদবি, আইডি নম্বর ইত্যাদি লিখে দরখাস্ত লিখতে হবে।

কি কঠিন লাগছে ? হতাশ হওয়ার কারন নেই। নিচে একটি ছবি দেওয়া হল। এর মত করে আপনি চাইলে ঘরে বসেই নিজের আবেদন নিজে লিখতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। তাও যদি সমস্যা হয় নিচে আমি একটি ফাইল শেয়ার করব সেটি ডাউনলোড করে শুধু নিজের নাম, আইডি অ কোম্পানির নাম ইউজ করে ব্যাবহার করতে পারবেন।

গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র
গার্মেন্টস চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র ইংরেজি

চাকরি ছাড়ার দরখাস্ত PDF ডাউনলোড

কোম্পানি চাকরি সহ যেকোনো চাকরির আবেদন পত্র ডাউনলোড এর জন্য প্রথমে গুগল গিয়ে সার্চ করুন NIDWBD তারপর ২য় সে ওয়েবসাইট আসবে সেই সাইটে গিয়ে PDF লিখে সার্চ দিলেই আপনারা সম্পূর্ণ কপি ডাউনলোড করতে পারবেন।

অনলাইনেই চাইলে এডিট করে প্রিন্ট করতে পারবেন।

বেসরকারি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন পত্র

বিষয় : চাকরী হতে অব্যাহতির জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আমি গত ০০/০০/২০২২ খ্রিঃ তারিখে আপনার (কোম্পানির নাম এবং পদ উল্লেখ করতে হবে এখানে) যোগদান করি। বর্তমানে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে(সমস্যার কথা বলে দিলে ভাল) আমি ০০/ ০০/ ২০২২ তারিখে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আমার অবশিষ্ট বকেয়া মজুরীর(যদি থাকে) দাবি রেখে অব্যাহতি পত্র প্রদান করছি।

চাকরি থেকে রিজাইন লেটার

Subject: Application for exemption from employment. sir, With due respect, I, the undersigned, will join your (Company Name and Title to be mentioned here) on 00/00/2022 AD. Presently due to some personal problems (better to mention the issues), I am giving a resignation letter demanding my remaining due wages (if any) for voluntary resignation on 00/00/ 2022.

চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম

প্রথমে তারিখ, বরাবর এবং কার কাছে লিখছেন সেটি দিতে হবে। তারপর কোম্পানির নাম, ঠিকানা এবং বিষয় দিতে হবে। আপনার সমস্যার কথা উল্লেখ করে সর্বশেষ এ আপনার পরিচয় ( নাম, আইডি নম্বর, মোবাইল এবং পদবি) দিয়ে দরখাস্ত লিখতে হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *