ইউনিয়ন পরিষদ birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf 2024

আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন একদম সহজ ৩টি ধাপ অনুসরণ করে। বিশ্বাস হচ্ছে না? চলুন জেনে নিই অনলাইনে মাত্র ৩ মিনিটে আপনার জন্ম সনদটি কিভাবে ডাউনলোড করতে পারেন। এই বিষয়ে সঠিক প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব।

আপডেটঃ বর্তমানে বাংলাদেশ সরকার এর সাইটটি রক্ষণাবেক্ষণের কারনে ১ দিনের জন্য বন্ধ আছে, তবে নিচের দেখানো নিয়ম অনুসরন করলে সহজেই জন্ম সনদ অনলাইন কপি বের করতে পারবেন।

জন্ম সনদ মূলত কি ?

জন্ম সনদ হল একটি রেকর্ড যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ এর ভূখণ্ডে জন্মগ্রহণকারী প্রত্যেক বাংলাদেশি শিশুর তথ্য নথিভুক্ত করে রাখে। এটি মূলত প্রত্যেক নাগরিক এর প্রথম স্থায়ী সনদ হিসাবে বিবেচিত যার বৈধতা নির্ধারণ করা হয়ে থাকে টিকা কার্ড দিয়ে।

এই জন্ম সনদ কি কি কাজে লাগে সেটি আর আপনাদের বলতে হবে না আসা করি। তবে সবচেয়ে বেশি যে কাজে লাগে আইডি কার্ড করতে, স্কুল ভর্তি করাতে ইত্যাদি ইত্যাদি। এমনকি কারও জন্ম সনদ সংশোধন করতেও পিতা মাতার তথ্যের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের কাছে এই গুরুত্বপূর্ণ কাগজটি থাকে না বা খুজে পাই না। তাই দেখে নিন কিভাবে এই সনদটি ডাউনলোড করবেন বিস্তারিত।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
Birth Certificate Download online

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইনে যেকোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন everify.bdris.gov.bd এরপর ওয়েবসাইটে প্রবেশ করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে পুরন করতে হবে। এরপর নির্ধারিত ক্যাপচা পুরন করে Submit বাটনে ক্লিক করলে জন্ম সনদটি সামনে চলে আসবে। তখন Ctrl+P প্রেস করে ডাউনলোড করা যাবে।

পুরো বিষয়টিকে সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিচের দেখানো ধাপ গুলো অনুসরন করুন। আসা করি দেখানো নিয়ম অনুসরন করলে খুব সহজেই birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়

birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

১। সরকারি ওয়েবসাইট এ প্রবেশ করুন

প্রথমে আপনাদেরকে বাংলাদেশ সরকার এর সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তার জন্য,

  • যেকোনো ব্রাউজার ওপেন করে টাইপ করুন everify.bdris.gov.bd
  • তারপর যে ওয়েবসাইট টি সামনে আসবে সেটি তে প্রবেশ করুন
  • এখানে আপনি উপরের ছবির মত একটি পেজ দেখতে পারবেন

২। প্রয়োজনীয় তথ্য দিন

এখানে আপনাকে মাত্র ২ টি তথ্য দিতে হবে। যার মদ্ধে একটি হল আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং আপনার জন্ম তারিখ

  • প্রথমে আপনার জন্ম সনদের যে নম্বরটি আছে সেটি চেক করুন যে এটি ১৭ সংখ্যার কিনা। যদি ঠিক থাকে তবে সেটি প্রবেশ করুন। আর যদি আপনার জন্ম নিবন্ধন ১৬ সংখ্যার হয় তবে শেষ পাচ সংখ্যার পূর্বে একটি ০ (শুন্য) যোগ করে চেস্টা করুন।
  • এরপর আপনার জন্ম তারিখ দিন। এক্ষেত্রে মনে রাখতে হবে জন্ম তারিখ অবশ্যই yyyy mm dd এই ফরম্যাট এ লিখতে হবে। অর্থাৎ প্রথমে বছর তারপর মাস এবং সর্বশেষ এ দিন।

আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়ে গেলে আপনাকে একটি কাপচা পুরন করতে বলা হবে। মানে ছোট বেলায় যোগ বিয়োগ যেভাবে করেছেন আর কি। যোগ অথবা বিয়োগ করে ফলাফল টি নির্ধারিত বক্সে লিখুন। এরপর নিচের দিকে খেয়াল করলে একটি Search বাটন দেখতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আপনার কাজ মুটামুটি শেষ। এখন শুধু জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এর পালা।

৩। Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন

সমস্ত তথ্য সঠিকভাবে পুরন করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন টি দেখতে পারবেন, যেখানে আপনার সকল তথ্য দেওয়া থাকবে। এখন এই জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড এর জন্য ২টি পদ্ধতি রয়েছে।

  • স্মার্টফোন থেকেঃ আপনার ব্রাউজার এর উপরের ডান দিকে খেয়াল করলে একটি (…) থ্রি ডট বা তিনটি ফুঁটা দেখতে পাবেন। এখানে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে দেখবেন Print নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করে Save as PDF সিলেক্ট করে আপনি ফাইলটি ফোনের কোথায় সেভ করতে চান সেটা সিলেক্ট করে Save বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড হয়ে যাবে।
  • কম্পিউটার থেকেঃ এই পুরো কাজটি যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনাকে বেশি ঝামেলা করতে হবে না বা সময় লাগবে না। আপনি জাস্ট আপনার কি বোর্ড থেকে একদম নিচের বাম পাশে Ctrl নামের একটি বাটন দেখবেন। এই বাটন এবং P বাটন ( control+p) একসাথে চেপে ধরে ছেড়ে দিন। এরপর Save as PDF ক্রএ সেভ করে নিতে পারেন কিংবা আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। এভাবেই খুব সহজে আপনার Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

এখন আর একটি বিষয় আপনাদেরকে পরিস্কার করা দরকার। আপনার এই ডাউনলোডকৃত জন্ম নিবন্ধন সনদ হুবুহু ইউনিয়ন পরিশোধ এর মত দেখতে হবে না। কারন আপনি সাধারন A4 page বা অফসেট পেজে এটি প্রিন্ট করেন, আর ইউনিয়ন পরিশধ এ এই জন্ম নিবন্ধন সনদ সরকারি পেপারে প্রিন্ট করা হয়।

তাই যারা ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চান তাদেরকে প্রথমে নিজ নিজ পরিষদ এ গিয়ে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করে নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে হবে। আবেদন এর নির্দিষ্ট সময় পর গিয়ে আপনার অরিজিনাল জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করে নিতে পারবেন।

birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড না হওয়ার কারন কি ?

উত্তরঃ একটি কারন হল আপনার জন্ম নিবন্ধন সনদটি ১৬ সংখ্যার। কারন ১৬ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ দিয়ে এটি অনলাইনে বের করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনার জন্ম সনদ নম্বর এর শেষ পাঁচটি সংখ্যার পূর্বে একটি শুন্য (০) যোগ করে ১৭ সখার করে নিন। উদাহরনঃ ধরুন আপনার জন্ম সনদ নম্বরটি হল 1999191857121149 এখন আপনি শেষ ৫ টি সঙ্খার পূর্বে একটি ০ যোগ করে দিন ঠিক এইভাবে 19991918571021149

No result Found আসার কারন কি ?

এর কারন হল আপনার জন্ম সনদটি ডিজিটাল করা হয় নি। ডিজিটাল করা ছাড়া কোন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যায় না। তাই একটি ট্রিক্স হল অপরের কথা মত একটি শুন্য ইউজ করে দেখুন হয় কিনা, অন্যথায় আপনার জন্ম সনদটি ডিজিটাল করে নিন।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায় কি ?

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেন তবে আপনার কাছে জন্ম সনদ নম্বর কিংবা জন্ম তারিখ মনে নাও থাকতে পারে, যার কারনে পরবর্তীতে এটি বের করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আপনার জন্ম সনদটি হারিয়ে গেলে প্রথমে জন্ম নিবন্ধন এর সরকারি ওয়েবসাইট থেকে জন্ম সনদ পুনঃমুদ্রনের জন্য আবেদন করতে হবে এর জন্য এই লিঙ্কটিতে যান https://bdris.gov.bd/br/reprint/add

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf

জন্ম সনদ pdf ডাউনলোড এর জন্য কম্পিউটার এর কি বোর্ড থেকে Ctrl+ P একসাথে প্রেস করুন তারপর save as pdf সিলেক্ট করে ডাউনলোড করুন। আর মোবাইল থেকে ব্রাউজার এর উপরের থ্রি ডট এ ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করলে Print অপশন আসবে। এখান থেকে save as PDF করে সেভ করলে ডাউনলোড হয়ে যাবে।

Online birth certificate download bd

অনলাইনে birth certificate download এর জন্য Go to website –> Enter information –> Captcha –> Search and Ctrl+ P দিয়ে ডাউনলোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *