Birth Certificate জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2024
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড এখন পানির মত সহজ। মাত্র ২ মিনিটে আপনার কাছে প্রয়োজনীয় সকল তথ্য থাকলে আমাদের দেখানো ধাপ সমূহ ( মোট ০৩টি) অনুসরণ করে সহজেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
তার আগে চলুন জন্ম নিবন্ধন আসলে কি তা জেনে নিই। এক কথায় বলতে গেলে জন্ম নিবন্ধন হল একজন বাংলাদেশি নাগরিক এর নাগরিকত্বের ১ম প্রমান পত্র।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রথমে https://everify.bdris.gob.bd ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর ১৭ সংখ্যার জন্ম সনদ নম্বর এবং জন্ম তারিখ এর তথ্য প্রদান করে “Search” বাটনে ক্লিক করতে হবে। সর্বশেষ কীবোর্ড এর Ctrl + P প্রেস করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যাবে।
তবে আপনি যদি নতুন জন্ম সনদ এর জন্য আবেদন করতে চান অথবা জন্ম সনদ যাচাই কিংবা জন্ম সনদ সংশোধন করতে চান তবে নিচের লিংক খেয়াল করুন।
বিষয় | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
আবেদন | নতুন জন্ম নিবন্ধন আবেদন |
সংশোধন | ইউনিয়ন পরিষদ birth certificate ডাউনলোড |
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই |
অনুসন্ধান | জন্ম নিবন্ধন অনুসন্ধান |
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড এর বিষয়টি নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে। মাত্র ৫টি ধাপ অনুসরন করে খুব সহজেই জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।
তবে সর্বপ্রথম আমাদের সকলের জানা উচিত যে, জন্ম নিবন্ধন কপি মুলত দুই ধরনের হয়ে থাকে।
- জন্ম নিবন্ধন অনলাইন কপি এবং
- জন্ম নিবন্ধন অফিশিয়াল কপি।
জন্ম নিবন্ধন অফিশিয়াল কপি ডাউনলোড করতে হলে নিবন্ধন কার্যালয় কিংবা নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে নির্দিষ্ট ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংগ্রহ করতে হবে।
অনলাইন কপি ডাউনলোড এর ধাপ সমূহঃ
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড এর বিষয়টি সর্বমোট তিনটি (০৩) ধাপে বিভক্ত। এই ধাপগুলো অনুসরন করলে খুব সহজেই অনলাইন থেকে জন্ম সনদ ডাউনলোড করা যাবে।
ধাপ-১ঃ জন্ম নিবন্ধন ওয়েবসাইট এ প্রবেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিশিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথম প্রবেশ করতে হবে। ওয়েবসাইট এর লিংকটি হচ্ছেঃ https://everify.bdris.gob.bd
লিঙ্কে প্রবেশ করলে নিচের ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে।
ধাপ-২ঃ জন্ম সনদ নাম্বার প্রদান
এই ধাপে আপনার জন্ম সনদের নাম্বার প্রদান করতে হবে। মনে রাখবেন জন্ম সনদ অবশ্যই অনলাইন হতে হবে। যদি না জানেন কিভাবে জন্ম সনদ অনলাইন করতে হয় তবে জেনে নিন এখনই।
আপনার ১৭ সংখ্যার জন্ম সনদ নম্বরটি প্রদান করতে হবে। তবে আপনার জন্ম সনদ নাম্বার যদি ১৬ সংখ্যার হয় তাহলেও হবে না। তাই আগে জেনে নিন কিভাবে জন্ম সনদ ১৬ সংখ্যা থেকে ১৭ সংখ্যা করবেন।
ধাপ২ঃ জন্ম তারিখ প্রদান
এই ধাপে আপনার জন্ম তারিখ দিয়ে দিন। মনে রাখবেন জন্ম তারিখ অবশ্যই dd-mm-yyyy এই ফরম্যাট এ হবে। তারমানে প্রথমে দিন তারপর মাস এবং সর্বশেষে জন্ম সাল। জন্ম তারিখ দেওয়ার পর আপনাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে।
এখানে মূলত দুটি সংখ্যার যোগ কিংবা বিয়োগ করতে বলবে। এটা করা হয় আপনি রোবটের মাধ্যমে এই কাজ করছেন কিনা তা চেক করার জন্য। যাই হোক, যোগ কিংবা বিয়োগ করে নির্দিষ্ট ফলাফল নিচের বক্সে বসিয়ে দিয়ে সাবমিট করলেই ক্যাপচা ভেরিফিকেশন ও কমপ্লিট হয়ে যাবে।
ধাপ-৩ঃ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
আপনি একদম শেষ পর্যায়ে চলে এসেছেন। ওপরের সবগুলো ধাপ অনুসরন করলে আপনার নিকট একটি পেজ ওপেন হবে। এখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন। যেমন আপনার নাম, বাবা মার পরিচয়, আপনার ঠিকানা সহ যাবতীয় সকল তথ্য।
এখন এই অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাকে ২টি বিষয়ে খেয়াল রাখতে হবে।
- কম্পিউটার থেকে Ctrl + p মানে কন্ট্রোল + পি প্রেস করলে Save as PDF অপশন আসবে। এখান থেকে Save কিংবা Print বাটনে ক্লিক করলে আপনার অনলাইন কপিটি ডাউনলোড হয়ে যাবে।
- মোবাইল থেকে আপনার ব্রাউজারের ওপরের থ্রি ডট এ ক্লিক করে Share অপশন এ ক্লিক করতে হবে। তারপর Print নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করে Save as PDF সিলেক্ট করে আপনি ফাইলটি ফোনের কোথায় সেভ করতে চান সেটা সিলেক্ট করে Save বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড হয়ে যাবে।
কিভাবে জন্ম নিবন্ধন ডাউনলোড pdf?
উত্তরঃ প্রথমে service.nidw.gov.bd ওয়েবসাইট এ যান। ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার দিন। জন্ম তারিখ এবং ক্যাপচা পুরন করে মোবাইল এর ব্রাউজারের ওপরের থ্রি ডট এ ক্লিক করে Share অপশন যান। তারপর Print নামের একটি অপশন আছে। এখানে ক্লিক করে Save as PDF সিলেক্ট করে PDF ডাউনলোড করুন।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে 2024
উত্তরঃ বাবা – মায়ের বিবাহের সনদপত্র, বাংলাদেশের স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র, আবেদনকারীর দুই কপি ছবি, বিদ্যুৎ বিল কপি এবং টিকা কার্ড। মনে রাখবেন শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সনদ করলে কোন প্রকার টাকা দিতে হবে না।