পোস্টাল ভোট বিডি -এখন প্রবাস থেকেও ভোট দেওয়া যাবে অনলাইনে

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ই নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ডাক ভোটিং সিস্টেম।
Postal Vote BD এই অ্যাপ এর মাধ্যমে বিদেশে অবস্থানরত ( Out Of Country Voting – OCV) বাংলাদেশি এবং সরকারি দায়িত্বে অনুপস্থিত ভোটাররা ডিজিটাল ডাক ভোট দিতে পারবেন ঘরে বসেই।
অ্যাপটি আগামী ১৮ নভেম্বর ২০২৫ তারিখে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এটি বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। যেখানে ভোটারদের পরিচয় যাচাই, নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে।
পোস্টাল ভোট বিডি অ্যাপের প্রধান ফিচারসমুহ
- ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম – ভোটাররা NID ও পাসপোর্ট তথ্য ব্যবহার করে অনলাইনে নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
- Face Recognition ও Liveness Check – অ্যাপটি উন্নত ফেস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ভোটারের সত্যতা নিশ্চিত করবে।
- Ballot Paper ডিজিটাল সিস্টেম -প্রবাসী ভোটাররা তাদের নির্দিষ্ট আসনের প্রার্থী তালিকা থেকে ডিজিটালি ভোট দিতে পারবেন।
- নিরাপদ ডাটাবেস ও ট্র্যাকিং – সমস্ত তথ্য ও ভোটের রেকর্ড নির্বাচন কমিশনের সার্ভারে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে।
- সহজ ব্যবহারের জন্য মোবাইল-বান্ধব ইন্টারফেস – Android ও iOS এই দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি পাওয়া যাবে।
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা প্রথমবারের মতো অনলাইনে ভোট দিতে পারবেন।
এর মাধ্যমে তারা দেশের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন কোনো দূতাবাস বা দূতীয় দপ্তরে উপস্থিত না হয়েও।
তাই ভোট দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় না রাখলেই নয়-
| গুরুত্বপূর্ণ তথ্য সমুহ |
|---|
| অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন |
| জাতীয় পরিচয় পত্র সংশোধন |
| আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার |
| ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড |
| মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড |
| জাতীয় পরিচয়পত্র ডাউনলোড |
পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে থাকবে উন্নত ডেটা এনক্রিপশন, সার্ভার-সাইড ভেরিফিকেশন এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম। ভোটারের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন সার্ভারে।
অ্যাপ ব্যবহার প্রক্রিয়া
- ধাপ ১: App Store বা Play Store থেকে Postal Vote BD App ডাউনলোড করুন।
- ধাপ ২: NID ও Passport নম্বর দিয়ে নিবন্ধন করুন।
- ধাপ ৩: মুখ শনাক্তকরণ (Face Recognition) সম্পন্ন করুন।
- ধাপ ৪: নির্দিষ্ট আসনের Ballot Paper সিলেক্ট করে ভোট দিন।
- ধাপ ৫: সফল ভোটের নোটিফিকেশন পাবেন এবং তখন বুঝবেন ভোটদান সম্পন্ন হয়েছে।
অফিসিয়াল সূত্র ও যোগাযোগ
ECS Website: https://www.ecs.gov.bd