আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করার নিয়ম ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকেই আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করার নিয়ম জানতে চায় অনেকে। কেননা ভোটার নাম্বার জানা থাকলে লম্বা সিরিয়াল ধরে ভোট দিতে হয় না। আবার অনেকের আইডি কার্ড সাথে থাকে না। তাই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখলে ভোটদান অনেক সহজ হয়।
ভোটার নাম্বার সাধারণত একটি নির্দিষ্ট এলাকা ভিত্তিক হয়ে থাকে। এক এলাকার সাথে অন্য এলাকার ভোটার নাম্বারের কোন মিল থাকে না। তাই ভোটার সিরিয়াল নম্বর কিংবা ভোটার নাম্বার থাকলে আইডি কার্ড ছাড়াও ভোট দেওয়া যায়।
আবার অনেকের আইডি কার্ড হারিয়ে যায় কিংবা খুজে পাওয়া যায় না। তখন ভোটার নাম্বারের মাধ্যমে সহজেই ভোট দেওয়া যায়। অর্থাৎ ভোটার নাম্বার জানা থাকলে সহজেই আইডি কার্ড উত্তোলন করা যায়। আবার শুধুমাত্র ভোটার নাম্বার থাকলেও জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়।
ভোটার নাম্বার বের করার নিয়ম
ভোটার নাম্বার সাধারণত উপজেলা নির্বাচন কমিশন থেকে বের করা যায়। আবার নির্বাচনের আগে এলাকা ভিত্তিক একটি আপদেট ভোটার তালিকা ইউনিয়ন পরিষদে প্রেরন করা হয়। সেই শিট থেকে ভোটার নাম্বার বের করা যায় যেখানে ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল উল্লেখ করা থাকে। মূলত ভোটার নাম্বার কিংবা সিরিয়াল নাম্বার বের করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। পদ্ধতি তিনটি হলোঃ
- উপজেলা নির্বাচন কমিশন থেকে
- ভোটার এলাকা লিস্টের শিট থেকে এবং
- অনলাইনের মাধ্যমে
অনালাইনের মাধ্যমেও এই ভোটার নাম্বার বের করা যাবে। সেটির জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। বিস্তারিত নিচে বলে দেওয়া আছে ধাপে ধাপে। মাত্র তিনটি সহজ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত ভোটার নাম্বার বের করতে পারবেন।
তবে আপনি যদি আপনার ভোটার এলাকা সম্পর্কে না জেনে থাকেন তবে কি করবেন ? এটারও সমাধান আছে। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান। গিয়ে টাইপ করুন PC তারপর একটি স্পেস দিয়ে আইডি কার্ড এর নম্বর দিন এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।
নমুনা এসএমএসঃ PC <Space> 1234567890 Send To 105
পরবর্তী ম্যাসেজে আপনার নিজস্ব ভোটার এলাকা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আসুন জেনে নেই অনলাইন থেকে নিজের আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করার নিয়ম সম্পর্কে।
আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করার নিয়ম
নতুন নিয়ম অনুসারে ভোটার নাম্বার বের করার জন্য গুগোল প্লে স্টোর থেকে Smart Election অ্যাপ ইন্সটল করে নিতে হবে। তারপর আইডি কার্ড নম্বর ও জন্ম তারিখ প্রদান করে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে নির্দিষ্ট ভোটার এলাকার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার বের করা যাবে।
আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করার বিষয়টি নিচে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। সিরিয়াল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম না জেনে থাকলে জেনে নিতে পারেন।
ধাপ-১ঃ অ্যাপ ইন্সটল করুন
প্রথমে গুগোল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Smart Election লিখে। তারপর নিচের ছবিতে দেখানো অ্যাপটি ইনস্টল করে ডাউনলোড করে নেন। তারপর ইন্সটল হয়ে গেলে অ্যাপটিতে প্রবেশ করুন।
ধাপ-২ঃ NID ভেরিফিকেশন করুন
ভোটার নাম্বার বের করার জন্য অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথম কাজটি হবে আপনার এনআইডি কার্ডের নম্বর দিয়ে ভেরিফিকেশন করে নেওয়া। মানে প্রথমে আপনাকে আপনার জন্ম তারিখ এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদান করতে হবে।
জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার প্রদান করার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে কিছু সময়ের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। তবে কোন প্রকার ভুল তথ্য প্রদান করলে ভেরিফিকেশন বাতিল হয়ে যাবে তখন ভোটার নাম্বার দেখা যাবে না তাই সতর্কতা অবলম্বন করা জরুরী।
ধাপ-৩ঃ আইডি কার্ড দিয়ে ভোটার নাম্বার বের করুন
আইডি কার্ড ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে নিচের ছবির মত একটি পেজ চলে আসবে যেখানে চলমান নির্বাচনের ভোটার এলাকা এবং ভোটার নাম্বার সহ বিস্তারিত তথ্য দেখা যাবে। আপনার নিজের ভোটার এলাকা অর্থাৎ আপনি যে কেন্দ্রে ভোট দিবেন সেই কেন্দ্রের তথ্য দেখা যাবে।
আপনা ইউনিক ভোটার নাম্বার এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন। এই নাম্বার সংরক্ষণে রাখবেন। ভোটার নাম্বার দিয়েও আইডি কার্ড বের বের করতে পারবেন যদি কখনো আইডি কার্ড হারিয়ে যায় কিংবা খুজে না পান। আপনি চাইলে আপনার আইডি কার্ড টি ডাউনলোড করে নিতে পারেন।
ভোটের আগে বিশেষ করে এই ভোটার নাম্বার বা ভোটার সিরিয়াল নাম্বার জানা থাকলে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে লম্বা সময় অপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোট দিতে হয় না। কেননা আপনার কাছে যদি আপনার ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার থাকে তাহলে উক্ত সিরিয়াল অনুযায়ী আপনি আপনার ভোট প্রদান করতে পারবেন।
ভোটার আইডি কার্ড সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করতে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন।
কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করে জেনে নিন।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ভোটার এলাকার নাম ও ভোটার নাম্বার বের করার নিয়ম
ভোটার এলাকার নাম ও ভোটার নাম্বার বের করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে স্মার্ট ইলেকশন অ্যাপ ডাউনলোড করে আইডি কার্ডের তথ্য ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন হয়ে গেলে সহজে আপনার ভোটার এলাকা এবং ভোটার নাম্বার দেখতে পারবেন। এছাড়াও পোলিং এজেন্ট কিংবা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার এলাকার নাম এবং নাম্বার বের করতে পারবেন।
Nid দিয়ে ভোটার নাম্বার চেক
এনাডি দিয়ে ভোটার নাম্বার চেক করার নিয়ম টাও একই। চাইলে অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এনআইডি নাম্বার দিয়ে ভোটার নাম্বার চেক করা যাবে । কিংবা আমাদের দেখানো নিয়ম অনুসরণ করলেও আপনার ভোটার নাম্বার চেক করতে পারবেন।