ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করুন
আপনার হাতে থাকা ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে চান ? এখানে দেখানো নিয়ম অনুসরণ করে মাত্র ২ থেকে ৩ মিনিটে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আইডি কার্ড বের করতে কি কি লাগে, কোন টাকা লাগে কিনা, স্লিপ হারিয়ে গেলে কিভাবে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায় বিস্তারিত জানানো হবে।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার ক্ষেত্রে দুইটি বিষয়কে সাধারনত প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এই দুটির যেকোনো একটি পদ্ধতিতে কাজটি সম্পন্ন করা যাবে।
- নতুন নিবন্ধন করার পর মোবাইলে আসা ম্যাসেজ দিয়ে
- এবং কোন বার্তা না আসলে।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড চেক
নতুন ভোটার নিবন্ধন করার ১-২ মাস পর সিমে এসএমএস এ ১০ সংখ্যার নম্বর আসবে। সেই নম্বর দিয়ে service.nidw.gov.bd লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর জন্ম তারিখ এবং ম্যাসেজে প্রাপ্ত নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে পুনরায় লগইন করে আইডি কার্ড তথ্য দেখা যাবে। ম্যাসেজ না আসলে ভোটার স্লিপ নম্বরের শুরুতে NIDFN যোগ করে চেক করে নিন।
এই সম্পূর্ণ বিষয়টি ধাপে ধাপে ব্যাখ্যা করার জন্য সহজ তিনটি ধাপ উল্লেখ করা হল যার মাধ্যমে সহজেই আইডি কার্ড বের করা যাবে। তবে আইডি কার্ড বের করার জন্য কি কি লাগে সেটা জেনে নিতে পারেন তাহলে পুরো বিষয়টি সহজ হবে। এখানে মুলত তিনটি তথ্যের প্রয়োজন হবে।
- ভোটার স্লিপ নম্বর অথবা
- এস এম এস এ প্রাপ্ত ১০ ডিজিটের আইডি নম্বর
- জন্ম তারিখ
গুরুত্বপূর্ণ কিছু তথ্য | বিস্তারিত তথ্য |
---|---|
নতুন আইডি কার্ডের জন্য আবেদন | ভোটার হওয়ার জন্য আবেদন |
আইডি কার্ড সংশোধন | জাতীয় পরিচয় পত্র সংশোধন |
আইডি কার্ড ডাউনলোড | জাতীয় পরিচয়পত্র ডাউনলোড |
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
সরকারি ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করতে হবে
প্রথমে বাংলাদেশ সরকার এর ভোটার আইডি কার্ড সম্পর্কিত অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিঙ্কে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট এ প্রবেশ এর পর নিচের ছবির মত একটি পেজ আসবে।
ছবিতে দেখানো তথ্য অনুসারে প্রথমে ভোটার স্লিপ নম্বর অথবা মোবাইলে আসা ১০ সংখ্যার ভোটার নম্বর প্রদান করতে হবে। তারপর জন্ম তারিখ প্রদান করতে হবে দিন-মাস-বছর এই নিয়ম অনুসারে। সর্বশেষ কাপচা কোড পুরন করা লাগবে অর্থাৎ ছবিতে একটি কোড দেওয়া থাকবে সেই কোডটি টাইপ করে নিচের বক্সে লিখতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করলে প্রথম ধাপের কাজ শেষ হবে।
ঠিকানা তথ্য দিতে হবে
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড এর গুরুত্বপূর্ণ এই ধাপে উক্ত ব্যক্তির বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য প্রদান করতে হবে। এখানে যেসব তথ্যের প্রয়োজন হবে তা হলঃ
- বর্তমান ঠিকানাঃ এখানে আবেদনকারীর বর্তমান ঠিকানার তথ্য যেমন বর্তমান বিভাগ, বর্তমান জেলা এবং বর্তমান উপজেলার তথ্য প্রদান করতে হবে।
- স্থায়ী ঠিকানাঃ এইখানে প্রার্থীর স্থায়ী ঠিকানার তথ্য যেমন স্থায়ী বিভাগ, স্থায়ী জেলা এবং স্থায়ী উপজেলার তথ্য প্রদান করতে হবে।
এক্ষেত্রে বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলেও সমস্যা নেই। তবে সথিক তথ্য পুরন করতে হবে কেননা এই তথ্য পরবর্তীতে চেক বা যাচাই করা হবে।
মোবাইল নাম্বার প্রদান করতে হবে
এখন একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। এখানে অবশ্যই আবেদনকারীর নতুন একটি মোবাইল নম্বর দিতে হবে কেননা এই নম্বরে একটি অটিপি কোড আসবে। এই OTP কোড দিয়ে মোবাইল নম্বর ফেরিফিকেশন করতে হবে। শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা যায়, জানেন কি? না জানলে জেনে নিন।
ফেইস ভেরিফিকেশন করতে হবে
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার জন্য এটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে অন্য একটি মোবাইল এ গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর স্কিনে প্রদর্শিত QR code টি স্ক্যান করতে হবে।
QR Code টি স্ক্যান করা হয়ে গেলে ফেইস ভেরিফিকেশনের একটি অপশন আসবে। এখানে নির্দিষ্ট ব্যক্তির মুখের ছবি নিতে হবে। মনে রাখতে হবে চোখের রেটিনা যেন ভালভাবে দেখা যায় এবং পর্যাপ্ত আলো থাকে। তারপর ডানে বামে মুখ ঘুরিয়ে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
ভেরিফিকেশন হয়ে গেলে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। কারন এই পাসওয়ার্ড টি পরবর্তীতে স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড এর সময় কাজে লাগবে।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
প্রয়োজনীয় তথ্য থাকলে সরকারি ওয়েবসাইট এ লগইন করলে চারটি বিষয় দেখা যাবে ( প্রোফাইল, রি-ইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড)। এখান থেকে ডাউনলোড এ ক্লিক করলে নতুন পেজে আইডি কার্ড তথ্য দেখা যাবে। এরপর Ctrl+P ক্লিক করে আইডি কার্ড ডাউনলোড করা যাবে।
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন
প্রশ্নঃ ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কি?
উত্তরঃ ভোটার স্লিপ হারিয়ে গেলে প্রাথমিক অবস্থায় থানায় একটি জিডি করতে হবে। তবে এই স্লিপ হারিয়ে গেলেও ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাবে যদি ভোটার নম্বর কিংবা এনআইডি কার্ড নম্বর থাকে।
প্রশ্নঃ ভোটার স্লিপ ডাউনলোড করব কিভাবে?
উত্তরঃ ভোটার স্লিপ যদি হারিয়ে কিংবা নষ্ট হয়ে যায় তবে পরবর্তীতে স্মার্ট কার্ড পেতে একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তবে এই ভোটার স্লিপ এর নম্বর পুনরায় পেতে হলে ভোটার লিস্ট থেকে ভোটার নম্বর সংগ্রহ করতে হবে। তারপর এই ভোটার নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন।
প্রশ্নঃ ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
উত্তরঃ ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড বের করতে হলে প্রথমে services.nidw.gov.bd লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর জন্ম তারিখ, ভোটার স্লিপ নম্বর এবং ক্যাপচা পুরন করে সাবমিট করলে একটি পেজ ওপেন হবে। সর্বশেষ ডাউনলোড বাটনে ক্লিক করে Ctrl + প্রেস করলেই আইডি কার্ড বের করা যাবে।
প্রশ্নঃভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি চেক
উত্তরঃ ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড চেক করার জন্য সর্ব প্রথম services.nidw.gov.bd এই লিঙ্কে প্রবেশ করে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। তারপর পুনরায় লগইন করলে ভোটার আইডি কার্ড অনলাইন কপি চেক করা যাবে।