জাতীয় পরিচয় পত্র যাচাই করার নতুন নিয়ম 2024-25
আপনি কি অনলাইনে ঘরে বসে আপনার কিংবা আপনার পরিচিত কারো জাতীয় পরিচয় পত্র যাচাই করতে চান তবে আপনি সঠিক জায়গাতেই রয়েছেন। কেননা এখানে আপনাদের ৫ টি পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র যাচাই এর নিয়ম সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হবে।
জাতীয় পরিচয়পত্র আমাদের প্রতিদিনের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট তৈরি, জমি কেনাবেচা কিংবা কোনো সরকারি সুবিধা পেতে এটি অপরিহার্য। তাই NID এর সঠিকতা যাচাই করা গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো কীভাবে সহজে ও নির্ভুলভাবে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন।
তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিংবা ডকুমেন্ট এর প্রয়োজন পরবে। যার মধ্যে একটি হল মোবাইল ফোন, একটি সচল সিম কার্ড, ভোটার স্লিপ নম্বর কিংবা টোকেন নম্বর ইত্যাদি। তবে যদি আইডি কার্ড এর নম্বর থাকে তাহলে ব্যাপারটি আরও সহজ হয়ে যাবে। সেই সাথে প্রয়োজন হবে প্রার্থীর জন্ম তারিখ, তবে এটি বাধ্যতামূলক নয়।
জাতীয় পরিচয়পত্র যাচাই কেন গুরুত্বপূর্ণ ?
অনেক সময় ভুল তথ্য বা টেকনিক্যাল সমস্যার কারণে আপনার পরিচয়পত্রের ডেটা সঠিক নাও থাকতে পারে। আবার, জালিয়াতির ঘটনা থেকেও নিরাপদ থাকার জন্য NID যাচাই করা জরুরি। কেননা যে কেও আইডি কার্ড বানিয়ে অবৈধ কাজ করতে পারে।
আপনার পরিচয়পত্র যদি কেউ জালিয়াতি করে ব্যবহার করে, তবে আপনাকে আইনি সমস্যায় পড়তে হতে পারে। যাচাইয়ের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পরিচয়পত্র সঠিক এবং নিরাপদ।
এছাড়াও জমি কেনা-বেচা, পাসপোর্ট আবেদন, বা ভিসা প্রসেসিং এসব ক্ষেত্রে সঠিক NID থাকা জরুরি। তাই সঠিক তথ্য নিশ্চিত করলে ভবিষ্যতে জটিলতা এড়ানো যায়।
জাতীয় পরিচয় পত্র যাচাই | NID Card Check
জাতীয় পরিচয়পত্র যাচাই করার জন্য মূলত ৫টি পদ্ধতি রয়েছে। এই পাঁচটির যেকোনো একটি ব্যবহার করে আইডি কার্ড চেক করা যাবে। অনেক সময় সরকারি সার্ভার ডাউন হয়ে যায় তাই একটি পদ্ধতি কাজ না করলে অন্যভাবে চেষ্টা করলে হয়ে যাবে।
ফরম নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড যাচাই করা সাধারণ একটি বিষয়। তার জন্য প্রথমে services.nidw.gov.bd লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র ফরম নম্বর, জন্ম তারিখ এবং ছবিতে প্রদর্শিত কাপচা পুরন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর মোবাইল নাম্বার এবং ফেস ভেরিফিকেশন হয়ে গেলে সহজেই আইডি কার্ড চেক করা যাবে।
এক্ষেত্রে ফরম নম্বরের পূর্বে NIDFN এই শব্দটি যুক্ত করে নিতে হবে। মানে কারো ফর্ম নাম্বার যদি 12356789 হয় তাহলে নমুনা ফরম নম্বর হবে NIDFN123456789
যাচাইকরণ প্রক্রিয়াঃ
- প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে যেতে হবে
- প্রথমবার ব্যবহারকারীদের “নিবন্ধন করুন” অপশনে যেতে হবে
- অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য ফরম নম্বর এবং জন্মতারিখ প্রদান করতে হবে
- ফরম নাম্বার এর পূর্বে NIDFN যুক্ত করে নিতে হবে।
- মোবাইল নম্বর ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে।
এখন লগইন করলে পরিচয়পত্রের সকল তথ্য দেখা যাবে। যার ফলে জাতীয় পরিচয়পত্রে কোন প্রকার ভুল থাকলে সরাসরি অনলাইনে আইডি কার্ড সংশোধনের আবেদন করা যাবে এবং নতুন ছবি বা তথ্য আপলোড করা যাবে। শুধু তাই নয়, নিজের নাম, বাবা মায়ের নাম, ঠিকানা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যও সংশোধন করা যায়।
NID নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
এনআইডি কার্ড থাকলে অথবা আইডি কার্ড এর নাম্বার থাকলে চেক করা খুব সহজ হয়ে যায়। আইডি কার্ড এর নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ এই তিনটি তথ্য থাকলে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন মাত্র ৩-৫ মিনিটে।
প্রথমে https://ldtax.gov.bd/ এই লিঙ্কে ক্লিক করে ভুমি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর নাগরিক কর্নারে গিয়ে মোবাইল নাম্বার এবং কাপচা পুরন করে OTP যাচাই করতে হবে। তারপর NID নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যাবে।
যাচাইকরণ প্রক্রিয়াঃ
- প্রথমে https://ldtax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য পোর্টাল, যেখানে NID যাচাই করা সম্ভব।
- ওয়েবসাইটে প্রবেশ করার পর ” নাগরিক কর্নার ” মেনুতে ক্লিক করতে হবে। এটি সহজেই চোখে পড়বে, কারণ এটি মূল পৃষ্ঠায় উপরের বাম দিকে অবস্থিত।
- একটি মোবাইল নম্বর এবং প্রদর্শিত ক্যাপচা সঠিকভাবে পূরণ করতে হবে। ক্যাপচা তে সাধারনত যোগ-বিয়োগ করতে বলা হয়ে থাকে।
- এরপরে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করতে হবে।
- মোবাইল নম্বরে একটি OTP কোড (One-Time Password) পাঠানো হবে। OTP কোডটি নির্দিষ্ট স্থানে লিখে মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
মোবাইল নম্বর ভেরিফিকেশনের পর একটি নতুন পৃষ্ঠা খুলবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) এবং জন্মতারিখ প্রদান করতে হবে। সঠিক তথ্য দিয়ে জমা দিন। সব তথ্য সঠিকভাবে দিলে পরিচয়পত্রের তথ্য স্ক্রিনে দেখানো হবে। এখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার পরিচয়পত্রটি সঠিকভাবে নিবন্ধিত এবং কার্যকর আছে কি না।
SMS এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই
অনলাইনে কিভাবে আইডি কার্ড এর তথ্য যাচাই করা যায় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এখন একটি মেনুয়াল পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনার হাতে থাকা মোবাইল দিয়েই এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
মূলত যাদের ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়, তাদের জন্য এসএমএস সেবা একটি সহজ এবং কার্যকর উপায়। প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে SMS করতে হবে, কিছুক্ষন এর মদ্ধেই ফিরতি এসএমএস এ সকল তথ্য চলে আসবে যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করা যাবে।
যাচাইকরণ প্রক্রিয়াঃ
- মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: NID <স্পেস> NID নম্বর <স্পেস> জন্মতারিখ (DD-MM-YYYY)
- এটি ১০৫ নম্বরে পাঠিয়ে দিতে হবে
- ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের তথ্য সব চলে আসবে।
উদাহরণস্বরূপঃ যদি আপনার NID নম্বর হয় ১২৩৪৫৬ এবং জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০০, তবে টাইপ করুন:
NID 123456 01-01-2000 এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।
যদি এই পদ্ধতি কাজ না করে তাহলে ফরম নাম্বার দিয়ে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। এক্ষেত্রেও নিয়ম একই। মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: NID <স্পেস> ফরম নম্বর <স্পেস> জন্মতারিখ (DD-MM-YYYY)
তবে মনে রাখতে হবে যে ফরম নাম্বার এর পূর্বে অবশ্যই NIDFN মানে এনআইডি ফরম নাম্বার এই শব্দটি যুক্ত করে নিতে হবে।
নমুনাঃ যদি আপনার ফরম নম্বর হয় ১২৩৪৫৬ এবং জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০০, তবে টাইপ করুন:
NID NIDFN 123456 01-01-2000 এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।
মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই
কারো মোবাইল নম্বর দিয়ে আইডি কার্ড করা হয়েছে কিনা সেটা সহজেই বের করে ফেলা যাবে। তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নির্বাচন কমিশন ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
বলে রাখা ভাল যে প্রত্যেকটি জাতীয় পরিচয়পত্রের অধীনে একটি মোবাইল নম্বর যুক্ত করা হয়ে থাকে। এটির জন্যই সিমের মত একটি জিনিস দেখতে পাওয়া যায় মূল আইডি কার্ডে যাকে সাধারনত চিপ বলা হয়ে থাকে।
যাচাইকরণ প্রক্রিয়াঃ
- services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ এর তথ্য দিতে হবে
- তারপর মোবাইল নাম্বার চেক
এক্ষেত্রে একটি মোবাইল নাম্বার দেখানো হবে। আপনি যদি দেখেন এই নাম্বার আপনার নয় তবে বুঝবেন ঝামেলা আছে। আবার যদি ফেইক আইডি নম্বর হয় তাহলে কোন ইনফরমেশন আসবেনা অথবা আইডি কার্ডের নাম্বার ভুল হয়েছে বলা হবে।
অটোমেটেড চালান সিস্টেমে আইডি কার্ড চেক
অটোমেটেড চালান সিস্টেম (A-Challan) সরকারের একটি উদ্ভাবনী সেবা, যা অর্থ প্রদানের প্রক্রিয়া ডিজিটাল ও সহজ করতে ব্যবহৃত হয়। এই সিস্টেমে আপনার জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করতে পারেন যদি জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ জানা থাকে।
যাচাইকরণ প্রক্রিয়াঃ
- https://www.achallan.gov.bd এই লিঙ্কে ক্লিক করে অটোমেটেড চালান সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে, তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
- যদি অ্যাকাউন্ট না থাকে, তবে নতুন করে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় আপনার NID নম্বর এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে
- লগইন করার পর “নাগরিক তথ্য যাচাই” বা “আইডি কার্ড যাচাই” অপশনে ক্লিক করতে হবে
- সেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ প্রদান করতে হবে
আপনার দেওয়া তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে যাচাই করা হবে। সঠিক হলে, সিস্টেমে একটি বার্তা দেখানো হবে যে আপনার তথ্য সঠিক এবং বৈধ। আর যদি আইডি কার্ড ফেইক বা নকল হয় তবে আইডি কার্ড এর তথ্য ম্যাচ করবে না। এভাবেও জাতীয় পরিচয়পত্র যাচাই করা যায় একইসাথে মোবাইল নাম্বার।
NID যাচাই সংক্রান্ত সাধারণ সমস্যাগুলো এবং সমাধান
সমস্যা ১: OTP কোড পাচ্ছেন না ?
সমাধান: আপনার মোবাইল ফোনে যথেষ্ট নেটওয়ার্ক আছে কিনা তা নিশ্চিত করুন। সঠিক মোবাইল নম্বর ব্যবহার করেছেন কিনা চেক করুন। পুনরায় OTP পাঠানোর অপশনটি ব্যবহার করুন। সমস্যাটি স্থায়ী হলে নির্বাচন কমিশনের হটলাইনে যোগাযোগ করুন।
সমস্যা ২: ফেস ভেরিফিকেশন কাজ করছে না ?
সমাধান: ভালো আলোতে ছবি তুলুন এবং পুনরায় চেষ্টা করুন। তারপর ও যদি না হয় তবে আপনার মোবাইলের ভার্সনে সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে অন্য একটি মোবাইল দিয়ে চেষ্টা করে দেখুন।
সমস্যা ৩: ভুল ফরম নম্বর বা NID নম্বর দেখাচ্ছে ?
সমাধান: NID কার্ড বা ফর্মের উপর উল্লেখিত সঠিক নম্বরটি ব্যবহার করুন। যদি ফরম নম্বর বা NID নম্বর হারিয়ে ফেলেন, তাহলে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে সংশ্লিষ্ট তথ্য পুনরুদ্ধার করুন। এক্ষেত্রে ফরম নাম্বারের পূর্বে NIDFN লিখে চেষ্টা করে দেখুন।
সমস্যা ৪: জন্মতারিখ ভুল প্রদর্শন বা মিল না খাওয়া
সমাধান: নিশ্চিত করুন যে আপনি সঠিক ফরম্যাটে জন্মতারিখ (DD-MM-YYYY) প্রদান করছেন। যদি NID কার্ডে জন্মতারিখ ভুল থাকে, তবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করুন বা নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।
সমস্যা ৫ঃ সিস্টেম লোডিং সমস্যা বা সার্ভার ডাউন
সমাধানঃ অপেক্ষা করুন এবং কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। অফ-পিক সময়ে (যেমন ভোরবেলা বা রাত) সেবা ব্যবহারের চেষ্টা করুন। সঠিক ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন।