নাম মোবাইল নাম্বার এবং রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে
ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন আমাদের মধ্যে অনেকেই করেছেন তবে নাম দিয়ে কিংবা মোবাইল নাম্বার দিয়ে অথবা রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় অনেকেই জানতে চান। প্রকৃতপক্ষে বর্তমানে বাংলাদেশে BRTA হতে নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন পদ্ধতি এখনও প্রকাশিত হয়নি। তবে আজকের আর্টিকেলের মাধ্যমে আজ আমরা আপনাকে, ড্রাইভিং লাইসেন্স চেক করার সকল পদ্ধতি ও ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল তথ্য জানাবো।
ড্রাইভিং লাইসেন্স চেক
বর্তমান ডিজিটাল বাংলাদেশ রূপকল্পে সময়ের সাথে সাথে এখন ড্রাইভিং লাইসেন্স চেক করার দুইটি বিশেষ পদ্ধতি রয়েছে। এসকল পদ্ধতির মধ্যে রয়েছে: এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক ও BRTA DL অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক। উপরোক্ত দুইটি উপায়ের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা এ সম্পর্কে আপডেট তথ্য জানতে পারবেন করতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী তার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান তথ্য ও ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত হয়েছে কিনা এ সম্পর্কে সাম্প্রতিক তথ্য জানতে পারেন। কারণ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন,পরীক্ষা দেওয়ার পর বেশ কিছু দিন (১৫ কর্ম দিবস হতে ৩০ তম কর্ম দিবস) আবেদনকারীকে অপেক্ষা করতে হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করার জন্য লাইসেন্স চেক করা লাগতে পারে।
নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
বর্তমানে এখন পর্যন্ত BRTA কর্তৃক নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন পদ্ধতি প্রকাশ অর্থাৎ তৈরি করা হয়নি। সাধারণত একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে ও ভুল তথ্য গ্রাহকের কাছে প্রদর্শিত হতে পারে এই আশঙ্কায় BRTA এই সিস্টেমটি তৈরি করেনি ও প্রক্রিয়াটি বন্ধ করেছে। তবে এসএমএসের (SMS) মাধ্যমে ও BATA DL Checker অ্যাপের মাধ্যমে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যায়। এবার অন্য উপায়ে লাইসেন্স এর তথ্য চেক করার নিয়ম জেনে নেওয়া যাক।
ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
নিম্নোক্ত এই চারটি পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। নিম্নে এসকল পদ্ধতি উপস্থাপন করা হয়েছে:
- SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স
- BATA DL অ্যাপের মাধ্যমে চেক
- রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
- মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
নিম্নে এই চারটি পদ্ধতি সুস্পষ্ট ভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই চেক বা যাচাই করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক
এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার ব্যবহৃত মোবাইলটির মেসেজ (SMS) অপশনে টাইপ করুন DL <space> রেফারেন্স নাম্বার এবং মেসেজটি পাঠিয়ে দিন 26969 নম্বরে। অতঃপর ফিরতি এসএমএসের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করার পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হয়েছে:
- প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনটি চালু করুন।
- মেসেজ অপশনে টাইপ করুন DL<space> রেফারেন্স নম্বর। উদাহরণ: DL 76543219
- অতঃপর মেসেজটি 26969 নম্বরে পাঠান।
মেসেজটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস আপনাকে জানিয়ে দেয়া হবে।
BRTA DL Checker App
ড্রাইভিং লাইসেন্স তথ্য যাচাই বা চেক করার জন্য BRTA কর্তৃক একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে, যা সকল জনগণের জন্য উন্মুক্ত। নিম্নে অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে:
ধাপ ১: আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে BRTA DL Checker App ইন্সটল করুন ও অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২: অ্যাপটি চালু করার পর আপনার সামনে একটি ফরম প্রদর্শিত হবে। ফর্মে অবশ্যই প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এক্ষেত্রে যে সকল তথ্য প্রদান করতে হবে তার মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার / BRTA রেফারেন্স নম্বর ও জন্ম তারিখ। সকল তথ্য প্রদান করার পর সার্চ বাটনে প্রেস করুন। তবে আবেদনকারী চাইলে QR কোড স্ক্যানার বাটনে প্রেস করে স্ক্যান করার মাধ্যমে খুব সহজেই এই ধাপটি অতিক্রম করতে পারবেন।
ধাপ ৩: এই ধাপে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান আপডেট আবেদনকারীর নাম সহ প্রদর্শিত হবে। যদি আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্সটি প্রস্তুত হয় সেক্ষেত্রে “Ready For Print” লেখাটি প্রদর্শিত হবে।
আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনি উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনার ও যেকোনো ড্রাইভিং লাইসেন্স খুব সহজে চেক করতে পারবেন। এবার তবে লার্নার নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার পদ্ধতি।
লার্নার নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
DL Number অর্থাৎ লার্নার নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি প্রথমে ইন্সটল করতে হবে। অতঃপর একটি ওপেন করার পর লার্নার নাম্বার অর্থাৎ DL Number (ড্রাইভিং লাইসেন্স নাম্বার) প্রদান করুন এবং জন্মতারিখ প্রদান করে সার্চ অপশনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান স্ট্যাটাস প্রদর্শিত হবে।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
সাধারণত ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথম পদ্ধতিটি হলো মোবাইল নম্বরের মাধ্যমে, অর্থাৎ এসএমএসের মাধ্যমে এবং দ্বিতীয় পদ্ধতিটি হলো BRTA DL Checker অ্যাপের মাধ্যমে।
রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য একই পদ্ধতি অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি ইন্সটল করুন। অতঃপর অ্যাপটি ওপেন করে BRTA Ref. No. অপশনে রেফারেন্স নাম্বার লিখুন ও জন্মতারিখ অপশনে সঠিক জন্ম তারিখ প্রদান করার পর সার্চ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে বর্তমান ড্রাইভিং লাইসেন্স এর আপডেট স্ট্যাটাস প্রদর্শিত হবে। এবার তবে মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি জেনে নেওয়া যাক।
মোবাইল নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি
মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার পদ্ধতি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <space> রেফারেন্স নম্বর ও পাঠিয়ে দিন 26969 নম্বরে। অতঃপর ফিরতে এসএমএসের মাধ্যমে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর আপডেট স্ট্যাটাস জানতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
প্রাথমিকভাবে BRTA কর্তৃক ড্রাইভিং লাইসেন্স চেক করার সবচেয়ে সহজতম উপায় DL Checker অ্যাপস। কোন প্রকার নিবন্ধন ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যায়। সফটওয়্যারটি কেবলমাত্র মোবাইলে ব্যবহার করা যাবে এক্ষেত্রে গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে “DL Checker App“। তবে কম্পিউটার কিংবা ল্যাপটপ এর ক্ষেত্রে কোন সফটওয়্যার BRTA এখন লঞ্চ করেনি।
ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়ে গেলে সহজেই তা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করে।
ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত প্রশ্নাবলী
ড্রাইভিং লাইসেন্স চেক করতে কত টাকা লাগে?
ড্রাইভিং লাইসেন্স চেক করতে কোন প্রকার অর্থের প্রশোজন হয় না। তবে আপনি যদি পেশাদার কোন কম্পিউটার দোকান হতে চেক করো থাকেন সেক্ষেত্রে আপনার সীমিত পরিমাণ অর্থ ব্যয় হতে পারে তবে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য বিআরটিএকে কোন প্রকার ফি প্রদান করতে হয় না।
কিভাবে পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স চেক করা সম্ভব?
পেশাদার ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য গুগল প্লে স্টোর থেকে BRTA DL চেকার অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর, ড্রাইভিং লাইসেন্সের নম্বর এবং জন্মতারিখ প্রদান করে লাইসেন্সটি যাচাই করা সম্ভব হবে।
ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?
সাধারণত ড্রাইভিং লাইসেন্স পেতে কমপক্ষে ১৫ কর্মদিবস থেকে সর্বোচ্চ ৩০ কর্ম দিবস প্রয়োজন হয়। তবে কাগজ পত্রে কোনো জটিলতা থাকলে ৩ মাস থেকে ৪ মাস সময় লাগতে পারে ড্রাইভিং লাইসেন্স পেতে।
ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে?
সাধারণত মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স করতে ৩৪৫ টাকা খরচ হয় আবার মোটরযান এর ড্রাইভিং লাইসেন্স করতে ৩৪৫ টাকা খরচ হয়। তবে মোটরসাইকেল ও হালকা মোটরযান এর ড্রাইভিং লাইসেন্স একসাথে করতে ৫১৮ টাকা খরচ হয়ে থাকে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স ৫ বছরের নবায়ন ফিসহ ১৬৮০ টাকা এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ১০ বছরের নবায়ন ফিসহ ২৫৪২ টাকা প্রদান করতে হয়।