ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক করুন অনলাইনে
আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে ? অথবা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক এবং ডাউনলোড করতে চাচ্ছেন ? তাহলে আপনি ঠিক যায়গাতেই রয়েছেন। কেননা আজ আমি আপনাদের সবচেয়ে সহজ ২টি পদ্ধতি শেয়ার করতে চলেছি।
মাত্র ৩ মিনিটে আপনি আপনার এই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। তবে তার আগে আপনার কাছে ২টি তথ্য থাকতে হবে। এই দুইটি তথ্য থাকলে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কাজটি সম্পন্ন করতে পারবেন।
- ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা রেফারেন্স নম্বর
- জন্ম তারিখ
- ইন্টারনেট সংযোগ ইত্যাদি।
ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক
অনালাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমত মোবাইলে এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। এই দুটির যেকোনো একটির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক এবং ডাউনলোড করা যাবে।
মোবাইলে ম্যাসেজের মাধ্যমে স্মার্ট কার্ড চেক
আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বা মোটরযানের তথ্য যাচাই করতে চাইলে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য DL ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা মোটরযানের তথ্যের জন্য VRরেজিস্ট্রেশন নম্বর (ইংরেজিতে) লিখে 01552146222 নম্বরে মেসেজ পাঠান। ২-৫ মিনিটের মধ্যে ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স বা মোটরযানের তথ্য পেয়ে যাবেন। এই প্রক্রিয়াটি খুব সহজ এবং দ্রুত তথ্য যাচাই করার জন্য কার্যকর।
নমুনা এসএমএসঃ Write DK023456L00004 and Send To 01912263311
- মোবাইল অ্যাপ এর মাধ্যমেও চেক স্মার্ট কার্ড চেক করা যায়। তার জন্য সর্বপ্রথম মোবাইল এর প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপ ইন্সটল করে নিন। আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি দিন তারপর আপনার জন্ম তারিখ দিন। কিছুক্ষন অপেক্ষা করে আইডি কার্ড স্ট্যাটাস চেক করে ডাউনলোড করে নিন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
প্রথমে https://bsp.brta.gov.bd/ লিঙ্কে প্রবেশ করে পোর্টালে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর বা রেফারেন্স নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন। এরপর ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক করুন। যদি কার্ড প্রস্তুত থাকে, তাহলে অনলাইনে সেটি ডাউনলোড করে নিন।
প্রথমে নিবন্ধন বাটনে ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে এখানে প্রথমে জন্ম তারিখ, তারপর ১০ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর দিন। এবং সর্বশেষ এ আপনার জাতীয় পরিচয় পত্র যে নাম্বার দিয়ে করা সেই নাম্বার দিন। আপনার আইডি কার্ড কোন নাম্বার দিয়ে খোলা তা জানতে মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম জেনে নিন।
এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বিআরটিএ সার্ভিস পোর্টাল এ লগইন করে নিন। লগইন করার পর এখানে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। যদি কার্ড রেডি হয়ে থাকে তবে অনলাইনে দেখতে পারবেন এবং প্রয়োজন অনুসারে ডাউনলোড করতে পারবেন।
তবে আমি আপনাদের সহজ ৩ টি ধাপের মাধ্যমে লাইসেন্স স্মার্ট কার্ড চেক এবং ডাউনলোড এর সম্পূর্ণ গাইডলাইন দিব আসা করি আপনাদের উপকারে আসবে। তারপরও যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব।
ধাপ-১ঃ DL Checker অ্যাপ ইন্সটল করুন
আপনার ফোনের গুগল প্লে স্টোর এ যান। তারপর টাইপ করুন BRTA DL Checker। তারপর ইন্সটল করে নিন। তারপর অ্যাপ এ প্রবেশ করুন।
ধাপ-২ঃ প্রয়োজনীয় তথ্য দিন
এখন আপনার DL No/ BRTA Ref.No এর ঘরে রেফারেন্স নাম্বার দিন অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন। তারপর জন্ম তারিখ এর ঘরে জন্ম তারিখ লিখুন (দিন-মাস-বছর) এই ফরম্যাটে। তারপর সার্চ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন।
ধাপ-৩ঃ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড চেক করুন
প্রয়োজনীয় তথ্য প্রদানের পর নিচের ইমেজের মত একটি পেজ ওপেন হবে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি Ready To Print লেখা থাকে অথবা Shipment Received in the circle office লেখা থাকে তবে আপনি এখান থেকে অনলাইন PDF কপি ডাউনলোড ও করে নিতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড
আপনি যদি স্মার্ট কার্ড ডাউনলোড করতে চান তবে আপনাকে সরকারি বিটিআরসি ওয়েবসাইট এ প্রবেশ করে নিবন্ধন করতে হবে যদি আগে থেকে নিবন্ধন করা না থাকে। নিবন্ধন করার পর লগইন করে আক্টি নির্দিষ্ট পরিমান ফি প্রদান করে আরও কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্ট কার্ড ডাউনলোড করা যাবে। তবে এক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবে।
জেনে নিনঃ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
ড্রাইভিং লাইসেন্স কিভাবে চেক করব?
আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বা মোটরযানের তথ্য যাচাই করতে চাইলে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য DL <ড্রাইভিং লাইসেন্স> নম্বর অথবা মোটরযানের তথ্যের জন্য VR <রেজিস্ট্রেশন নম্বর> (ইংরেজিতে) লিখে 01552146222 নম্বরে মেসেজ পাঠান। ২-৫ মিনিটের মধ্যে ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স বা মোটরযানের তথ্য পেয়ে যাবেন।
বিআরটিএ স্মার্ট কার্ড কিভাবে পাবো?
বিআরটিএর নতুন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে, আপনাকে বিএসপি পোর্টালে https://bsp.brta.gov.bd/যেতে হবে। সেখানে প্রথমে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপর আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
ই-ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করব?
অনলাইনে বিআরটিএ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার ধাপগুলো:
১. ইউজার লগইন: প্রথমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২. BRTA SERVICE PORTAL এ লগইন: BRTA সার্ভিস পোর্টালে প্রবেশ করুন।
৩. বিআরটিএ সেবা বাতায়নে প্রবেশ: বিআরটিএর সেবা পোর্টালে যান।
৪. ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক: ড্রাইভিং লাইসেন্স নম্বর বা রেফারেন্স নম্বর দিয়ে স্ট্যাটাস যাচাই করুন।
৫. ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড: যদি স্মার্ট কার্ড প্রস্তুত থাকে, তাহলে ডাউনলোড করুন।
কত বছর বয়স হলে ড্রাইভিং লাইসেন্স করা যায়?
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হতে হবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর।