৮ ঘন্টার জন্য বন্ধ থাকছে এনআইডি সার্ভার
বাংলাদেশ নির্বাচন কমিশন ( ইসি) ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণের কারনে ২৯/১২/২০২৪ তারিখ (রবিবার) রাত ৮টা থেকে ৩০/১২/২০২৪ তারিখ (সোমবার) ভোর ৩টা পর্যন্ত মোট ৭ ঘন্টা (০৭) https://services.nidw.gov.bd/ এই সাইটের সকল নাগরিক সেবা বন্ধ থাকবে।
এন আইডি সার্ভার এর ডাউন কিংবা বন্ধ থাকা নতুন কোন বিষয় নয়। নাগরিক সেবার মান উন্নয়ন করতে এবং ওয়েবসাইট এর রক্ষণাবেক্ষণের কাজে প্রায়শয় বন্ধ রাখা হয়। তাই এতে বিচলিত হওয়ার কোন কারন নেই, কেননা এই সমস্যা খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। নির্ধারিত সময় পর পুনরায় সকল নাগরিক সেবা স্বাভাবিক হয়।
নির্বাচন কমিশনের সার্ভার Down time বা বন্ধ থাকার টাইমলাইন এবং পরিপূর্ণ হিস্টোরি নিম্নে তুলে ধরা হলোঃ-
Date | Down Time |
---|---|
29 Dec 2024 | 7 Hours |
19-09-2023 | 24 Hours |
16-08-2023 | 12 Hours |
June 2023 | 2 Days |
May 2023 | 31 Hour |
March 2023 | 2 Hour |
Feb 2023 | 30 Min |
তথ্যসুত্রঃ nidbd.org
তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আগামী ৩০/১২/২০২৪ তারিখ (সোমবার) ভোর ৩টা থেকে সেবা সমূহ পূর্ণাঙ্গরূপে সচল থাকবে বলে আসা করা যাচ্ছে। যাদের এনআইডি সংক্রান্ত সেবা একান্ত দরকার তাদেরকে এই সময়টুকু ধৈর্য ধারন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নতুন অন্তর্বর্তী কালিন সরকারের নেওয়া “জাতীয় পরিচয় পত্র হালনাগাদ ২০২৫” এর জন্য এই ওয়েবসাইটটি রক্ষনাবেক্ষনে রাখা হয়েছে বলে জানা গেছে।
NID সার্ভার বন্ধ থাকে কেন?
ওয়েবসাইটের কারিগরি উন্নয়ন এবং সার্বিক রক্ষণাবেক্ষণের কারনে সাময়িকভাবে NID সার্ভার বন্ধ থাকে। তবে একটি নির্দিষ্ট সময়সীমা পর এটি পুনরায় চালু হয়।
NID Server কখন চালু হবে?
সাধারণত দুটি কারনে NID Server বন্ধ থাকে। রক্ষনাবেক্ষন এবং কারিগরি উন্নয়নের কারনে ওয়েবসাইটে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়। তাছাড়া কখনো কখনো ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক হলে সাময়িক সময়ের জন্য এই ওয়েবসাইট ডাউন দেখায়। এই ধরনের সমস্যা কিছু সময়ের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যায়।