চালু হল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নতুন সাইট
জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নতুন একটি ওয়েবসাইট চালু হয়েছে। যেখানে সাধারণ ব্যবহারকারীরা মাত্র এক মিনিটেই তাদের জাতীয় পরিচয় পত্র তথা আইডি কার্ড এর তথ্য চেক করতে পারবে। শুধু তাই নয় জন্ম নিবন্ধন সনদের তথ্যও চেক করা যাবে।
নতুন এই ওয়েবসাইটটির নাম “অটোমেটেড চালান সিস্টেম”। দেশের প্রায় দশ হাজারেরও বেশি মানুষ প্রতি মাসে নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার একটু চেষ্টা করে থাকেন। যার বেশিরভাগ এই অটোমেটিক চালান সিস্টেম ওয়েবসাইট থেকে সহায়তা নিয়ে থাকেন, ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে।
এই সিস্টেমে পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদ এর তথ্য ভেরিফিকেশনের প্রয়োজন হয়। তখন জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করে ফরম পূরণ করলে পাশেই যে কোন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করা যাচ্ছে।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার জন্য সর্বপ্রথম https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর উপরের বাম পাশে একটি পাসপোর্ট ফি নামক অপশন রয়েছে।
এখানে ক্লিক করলে আবেদনের প্রকৃতি এবং বিবরণের প্রকৃতি নামক দুটি অপশন আসবে। এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। সিলেক্ট করার সাথে সাথে টাকার একটি পরিমান দেখাবে। এসব মাথায় না নিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে।
তারপর যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে এই অপশনের পাশেই সবুজ রঙের একটি ব্যক্তি নামক বাটন দেখা যাবে। এই বাটনে ক্লিক করলে জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম তারিখ এর তথ্য চাওয়া হবে। আপনি চাইলে জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন এই একই পদ্ধতিতে।
এখন জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করতে হবে পাশাপাশি জন্ম তারিখ লিখতে হবে। এই দুটি তথ্য সঠিকভাবে দিন আপনার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করে নিন।
তবে যদি সঠিক তথ্য দেওয়ার পরেও কোন ধরনের ইরর দেখা যায় তাহলে উক্ত জাতীয় পরিচয়পত্রের নাম্বার এর আগে এনআইডিএফএম লিখে পুনরায় চেষ্টা করুন সকল তথ্য সঠিক থাকলে নাম্বার দিয়ে এন আইডি কার্ড ডাউনলোড এখন সময়ের ব্যাপার মাত্র।